বগুড়ায় বৃহস্পতিবার বিকেলে শহরের মফিজ পাগলা মোড়ের রোচাস্ রেস্টুরেন্টে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা দুপ্রকের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জ্জী। সভায় ভার্র্চুয়ালি কমিটির নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় ও কর্মপরিকল্পনা সম্পর্কিত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান। এছাড়াও সভায় পর্যায়ক্রমে বক্তব্য রাখেন সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ, জেলা দুপ্রকের কার্যনির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে এ্যাড. বিনয় কুমার দাষ (বিশু), ইমতিয়াজ আহম্মেদ, বাবুল আখতার রিপন, আল-মামুন সরদার, এ্যাড. সোহানা রহমান, রহিমা খাতুন, তহমিনা পারভিন শ্যামলী এবং সঞ্জু রায়। সভায় বক্তারা বলেন, কোভিড-১৯ এর কারণে দেশব্যাপী প্রতিটি ক্ষেত্রেই নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে কিন্তু দেশের এই ক্রান্তিকালের মাঝেও কিছু স্বার্থান্বেসী মহল তাদের ব্যক্তিস্বার্থে নানা দুর্নীতির সাথে জড়িয়ে গেছে। শুধু তাই নয় সেবাদানকারী অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও এসময় সৃষ্টি হয়েছে নানা অসঙ্গতির সার্বিকভাবে দেশ ও দশের স্বার্থে সকলকে দুর্নীতিমুক্ত থাকার উদ্বার্ত আহ্বান জানান বগুড়া জেলা দুপ্রকের নেতৃবৃন্দ। এছাড়াও বগুড়ায় করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী তে ভার্র্চুয়ালি দুপ্রক ও দুদক কর্তৃক অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক পুনরায় দুর্নীতি বিরোধী বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। সভা পরবর্তী শারিরিকভাবে অসুস্থ বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বগুড়া জেলা দুপ্রকের সভাপতি আব্দুর রহিমের সুস্থতা কামনা করে সৃষ্টিকর্তার কাছে দোয়া কামনা করেন কমিটির নেতৃবৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন