এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমান গ্রেফতার | Daily Chandni Bazar এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমান গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২১ ১৫:৫৮
এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমান গ্রেফতার
অনলাইন ডেস্ক

এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমান গ্রেফতার

প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাশ।

তিনি বলেন, প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টে রাজধানীর গুলশানের বাসা থেকে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়।

নিউটন দাশ আরও বলেন, গ্রেফতারের পর গুলশান থানা পুলিশের একটি টিম তাকে আদালতে নিয়ে যাচ্ছে। আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।

রিমান্ড আবেদন মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলেও জানান গুলশান জোনের এ কর্মকর্তা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন