বগুড়ায় করোনায় টানা চারদিন মৃত্যু শুণ্য | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় টানা চারদিন মৃত্যু শুণ্য | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২১ ২১:৫৪
বগুড়ায় করোনায় টানা চারদিন মৃত্যু শুণ্য
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায় টানা 
চারদিন মৃত্যু শুণ্য

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে টানা চতুর্থ দিনেও কেউ মারা যায়নি। তবে করোনায় আক্রান্ত হয়েছে ৩ জন। 

মঙ্গলবার বগুড়া সিভিল সার্জন অফিস সুত্রে জানানো হয়েছে ২৩৮ টি নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ২৬ শতাংশ। জেলয় এ নিয়ে মোট করোনান রোগী শনাক্ত হলো ২১ হাজার ৫৩১ জন। শজিমেক হাসপাতলের আরটি পিসিআর ল্যাবে ৩ জন করোনায় শনাক্ত হয়েছে। আক্রান্ত তিনজনই বগুড়া সদর উপজেলার বাসিন্দা। ২৪ ঘন্টায় বগুড়ায় ১জন রোগী সুস্থ হওয়ায় মোট সুস্থ রোগী ২০ হাজার ৮৩৫ জন।
জেলার তিনটি কোভিড হাসপাতলে ৬৮ জন করোনা রোগী ভর্তি আছে। এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতলে ভর্তি আছে ৩২ জন, শজিমেক হাপাতালে করোনা ইউনিটে ভর্তি আছে ৩০ জন এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজে ভর্তি আছে ৬ জন। ২৪ ঘন্টায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৮৫ জনের।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন