
বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার বাসিন্দা শ্রী লক্ষন চন্দ্র সরকারের বিরুদ্ধে জেলা বগুড়ার গাবতলী থানা আমলী আদালতে প্রতারণা মামলা দায়ের হয়েছে। গত রবিবার গাবতলী উপজেলার শ্রী নব চন্দ্র সূর্য্য নামে প্রতারণার শিকার এক ব্যক্তি এই মামলা দায়ের করেন যা মঙ্গলবার আদালত সূত্রে জানা যায়।
মামলার নথিসূত্রে জানা যায়, গাবতলী উপজেলার চকসেকেন্দার গ্রামের মৃত কালিপদ সরকারে পুত্র লক্ষন সরকার ২০১৭ সালের ৮ই জানুয়ারী নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গিকার করাপূর্বক একই গ্রামের নব চন্দ্র সূর্য্যরে থেকে ১ লক্ষ টাকা নগদ হাওলাদ নেয় কিন্তু বারংবার তাগাদা দেয়া সর্ত্বেও আজ দিবো কাল দিবো বলে বলে লক্ষন সরকার সেই টাকা আর ফেরত দেননি। সর্বশেষ এই বছরের ৩ সেপ্টেম্বর লক্ষনের বসতবাড়িতে মামলার বাদী টাকা চাইতে গেলেও তিনি তা ফেরত দেননি উল্টো বিবাদী লক্ষন খারাপ আচরণ করেন মর্মে নথিতে উল্লেখ করেন মামলার বাদী। এ প্রসঙ্গে নব কুমার সূর্য্য এর সাথে কথা বললে তিনি বলেন, বিবাদী লক্ষনের বিরুদ্ধে পূর্বেরও একাধিক মামলা আছে। ভুক্তভোগী হিসেবে কোন উপায় না পেয়ে তিনি ৩ অক্টোবর জেলা বগুড়ার গাবতলী থানা আমলী আদালতে দন্ড বিধির ৪০৬/৪২০ ধারায় মামলা দায়ের করেন যার নম্বর ৩০৫ সি/২১ (গাবতলী)।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন