বিশ্বে আরও ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু | Daily Chandni Bazar বিশ্বে আরও ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২১ ১০:১৩
বিশ্বে আরও ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু
অনলাইন ডেস্ক

বিশ্বে আরও ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু

করোনাভাইরাসে বিশ্বজুড়ে ফের মৃত্যু বেড়েছে। একইসঙ্গে বেড়েছে নতুন করে করোনা রোগী শনাক্ত। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ। অথচ এর আগের দিন মঙ্গলবার (৫ অক্টোবর) মারা গিয়েছিলেন পাঁচ হাজারের কিছু বেশি। আর নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখের বেশি।

বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৭ হাজার ৪৫৬ জন। আর একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৮ হাজার ৮১৬ জনে। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন চার লাখ ৮৭ হাজার ৯৫৩ জন।      

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৩১ হাজার ৫৬৯ জনের। আর মোট শনাক্ত হয়েছে ২৩ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ৯৩৭ জন। এর মধ্যে ২১ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৮৮ জন সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৮১১ জন। মারা গেছেন ১ হাজার ৮১১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৪৭ লাখ ৮১ হাজার ২০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭ লাখ ২৪ হাজার ৭২৮ জন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন