পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ড. আব্দুল কাদের খান মারা গেছেন | Daily Chandni Bazar পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ড. আব্দুল কাদের খান মারা গেছেন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১ ১৫:৩১
পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ড. আব্দুল কাদের খান মারা গেছেন
অনলাইন ডেস্ক

পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ড. আব্দুল কাদের খান মারা গেছেন

পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির জনক বিজ্ঞানী ড. আবদুল কাদের খান মারা গেছেন। রোববার (১০ অক্টোবর) সকালে ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮৫ বছর বয়সী এই গুণী ব্যক্তি।

জানা গেছে, ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি বলেন, ১৯৮২ সাল থেকে তিনি ড. খান নামে পরিচিত মানুষের কাছে। তিনি বলেন, দেশের প্রতিরক্ষাখাতে উন্নয়নে তার যে অবদান তা কখনও ভুলবে না পাকিস্তানের মানুষ। গোটা জাতি তার কাছে কৃতজ্ঞ।

বিরোধী দলীয় নেতা শেহবাজ শরিফ বলেন, জাতি একজন সত্যিকারের বন্ধুকে হারালো, যিনি অন্তর দিয়ে দেশের জন্য কাজ করে গেছেন। তার মৃত্যুতে বহু ক্ষতি হলো দেশের। তার অসাধারণ কর্মগুণ পাকিস্তানকে পারমাণবিক শক্তির কেন্দ্রে নিয়ে এসেছে।

সূত্র: ডন

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন