বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী দ. কোরিয়া | Daily Chandni Bazar বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী দ. কোরিয়া | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১ ১২:২৯
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী দ. কোরিয়া
অনলাইন ডেস্ক

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী দ. কোরিয়া

রেডিমেড গার্মেন্টস (আরএমজি) খাত ছাড়াও সম্ভাবনাময় আরও বেশ কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। এর মধ্যে অবকাঠামো, ফার্মাসিউটিক্যাল, আইসিটি ও আরও কিছু খাত চিহ্নিত করেছে দেশটি।

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জং-কিউন এ কথা জানান। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পানাম নগরী ও বড় সরদার বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর বাসসের।

রাষ্ট্রদূত বলেন, তিনি ঢাকা ও সিউলের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের তরুণ প্রজন্মের ওপর বিশেষভাবে দৃষ্টি দিচ্ছেন। কারণ তরুণ প্রজন্মের ওপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে।

তিনি বলেন, আমি চেষ্টা করবো তরুণদের ওপর মনোযোগ দিতে। যত বেশি সম্ভব তাদের জন্য কার্যক্রম হাতে নেব।

পারমাণবিক শক্তি উৎপাদনে অনেক কোরিয়ান কোম্পানি বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত।

দূত বলেন, পারমাণবিক শক্তি উৎপাদনে দক্ষিণ কোরিয়ার শীর্ষ পর্যায়ের প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন