সৌদির বিমানবন্দরে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের | Daily Chandni Bazar সৌদির বিমানবন্দরে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১ ১০:০৯
সৌদির বিমানবন্দরে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের
অনলাইন ডেস্ক

সৌদির বিমানবন্দরে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। খবর বাসসের।

এর আগে ৮ অক্টোবর সৌদির জাজান শহরের বিমানবন্দরে ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এতে তিন বাংলাদেশিসহ অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন, নৈতিক মূল্যবোধ বিবর্জিত ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

সৌদি আরবের ওপর হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বলা হয়, এ ধরনের হামলা চলমান শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইয়েমেন সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে সৌদি আরব ও তার ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে এ ধরনের দায়িত্বহীন কর্মকাণ্ডের নিন্দা জানায় ঢাকা।

এছাড়া রিয়াদে অবস্থিত বাংলাদেশি দূতাবাসকে আহত বাংলাদেশি নাগরিকদের দেখাশোনা ও প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দেওয়া হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন