বগুড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালন | Daily Chandni Bazar বগুড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১ ২১:৫৮
বগুড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালন

বগুড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালন হয়েছে। বগুড়ায় ‘মুজিব বর্ষের প্রতিশ্রæতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে উপলক্ষ্যে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার সকাল সাড়ে ১১টার শহরের সাতমাথায় বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে একর্মসূচি পালন করা হয়।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, চেম্বারের সহ-সভাপতি এনামুল হক দুলাল ও বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারি পরিচালক সালেহ উদ্দিন বক্তব্য রাখেন।
এ সময় বগুড়া ফায়ার সার্ভিসের কর্মিরা দুর্যোগ মোকাবেলায় মাঠ মহড়ায় বিভিন্ন প্রস্তুতির কৌশল অবলম্বন করে দেখান। এসময় মানুষের মাঝে দূর্যোগকালীন সময়ে সচেতনতার সাথে মোকাবেলা করে জীবন সম্পদক রক্ষা করা যায় সেটি তুলে ধরা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন