বগুড়ায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন | Daily Chandni Bazar বগুড়ায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১ ২৩:৩৬
বগুড়ায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

বগুড়ায় শারদীয় দুর্গাপূজার মন্ডপগুলোতে অতিরিক্ত নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার বগুড়ার মন্ডপগুলো থেকে প্রতিমা বিসর্জন দেওয়া হবে সেখানে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলার বিষয়টি দেখবে। সেই সঙ্গে থাকবে পুলিশ, আনসার, র‌্যাব সদস্যরা ছাড়াও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য। 

বৃহস্পতিবার বিকালে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার (১৩ অক্টোবর) রাত থেকে মোতায়েন করা হয়। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যাতে বগুড়ার আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য আগেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) রাতে দুই প্লাটুন বিজিবি সদস্য এসেছে। তারা বগুড়া জিলা স্কুলে অবস্থান করছেন। বিজিবি সদস্যরা আগামী শনিবার পর্যন্ত থাকবেন। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব পালন করে যাচ্ছে। কোথাও কোনও অপ্রীতিকর বা অনাকাঙিক্ষত ঘটনা ঘটেনি। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন