বগুড়ার চেলোপাড়া সপ্তম শারদ সংকলন চক্র প্রকাশনা উৎসব | Daily Chandni Bazar বগুড়ার চেলোপাড়া সপ্তম শারদ সংকলন চক্র প্রকাশনা উৎসব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১ ২০:৫২
বগুড়ার চেলোপাড়া সপ্তম শারদ সংকলন চক্র প্রকাশনা উৎসব
ষ্টাফ রিপোর্টার

বগুড়ার চেলোপাড়া সপ্তম শারদ
সংকলন চক্র প্রকাশনা উৎসব

বগুড়া শহরের উত্তর চেলোপাড়া নববৃন্দাবন দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সপ্তম শারদ সংকলন চক্র প্রকাশনা উৎসব। সন্ধ্যায় ঢাক বাজিয়ে এই প্রকাশনা উৎসবের পাঠ উন্মোচন করা হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার সুকুমার ঘোষ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাবেক কাউন্সিলর আমিনুল ফরিদ।
১২ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লায়ন আতিকুর রহমান মিঠু, নাট্যজন আবদুল্লাহ হেল কাফি তারা, এডঃ আতিয়া কান্ত বর্মন, অনিল চন্দ্র পাল, সমর দাস, ফিরোজ আক্তার পলাশ, অমরেশ দাস, সুরজিৎ ঘোষ, উত্তম সাহা, গনেশ চন্দ্র দাস বাচ্চু প্রমুখ। এ বছর চক্র প্রকাশনা পর্ষদ থেকে সম্মাননা প্রদান করা হয় নিরঞ্জন সিংহকে। অনুষ্ঠানের শুরুতে করোনামুক্তির জন্য এবং পৃথিবীর মানুষের মঙ্গল কামনা করে বিশেষ চন্ডীপাঠ করা হয়।
আলোচনা সভায় চক্র পত্রিকার সম্পাদক কনক কুমার পাল (অলক) বলেন মানুষের মননের চর্চা অত্যন্ত জরুরী। ধর্মীয় চর্চার সাথে সাথে মানুষকে সৃজনশীল কাজে যুক্ত করতেই সপ্তমবারের মত এই আয়োজন করা হয়েছে।
আলোচনা সভার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বুঁদ হয়ে থাকেন পূজা-বাড়িতে ঘুরতে আসা মানুষ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পূজা, অংকিত নৃত্য পরিবেশন করেন অমৃতা, সমৃতা, প্রমা, তৃষা, অপরাজিতা প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন