বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোট কেন্দ্রটির জরাজীর্ণ অবস্থা ও কেন্দ্রটি স্থানান্তরের দাবী | Daily Chandni Bazar বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোট কেন্দ্রটির জরাজীর্ণ অবস্থা ও কেন্দ্রটি স্থানান্তরের দাবী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১ ২২:১৭
বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোট কেন্দ্রটির জরাজীর্ণ অবস্থা ও কেন্দ্রটি স্থানান্তরের দাবী
সাইদুর রহমান সাজু

বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের
ভোট কেন্দ্রটির জরাজীর্ণ অবস্থা ও কেন্দ্রটি স্থানান্তরের দাবী

বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের একটি মাদ্রাসা ভোট কেন্দ্রের বেহাল দশা, ভোট নেওয়া ও প্রদান করার পরিবেশ নেই, কেন্দ্রটি স্থানান্তরের দাবী। সরে জমিনে ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সদরের নিশিন্দারা ইউনিয়নের  ১নং  ওয়ার্ডের দশটিকা উত্তর পাড়া এবতেদায়ী মাদ্রাসার ভোট কেন্দ্রটির জরাজীর্ণ অবস্থা, নেই কোন বিদ্যুৎ এর ব্যবস্থা, নেই পানি, টয়লেট ও ভোট গ্রহণকারী আইন শৃংখোলা সদস্যদের থাকার ব্যবস্থা। কেন্দ্রটি বদ্ধ গ্রামে হওয়াই নিরাপত্তারও ভাল ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়। কেন্দ্রটি একদিকে বদ্ধ গ্রামে হওয়াই বড়ই ঝুকি পূর্ণ। সেখানে যেতে পারবেনা কোন গাড়ী, নেই কোন যাতায়াতের ব্যবস্থা। এলাকা ও ভোটারদের দাবী মাদ্রাসা কেন্দ্র টি  অন্যত্র স্থানান্তর করলে ভোটারেরা সাচ্ছন্দে তাদের ভোট প্রদান করতে পারবে। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেনের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি সম্পর্কে জেনেছি তবে সে ব্যাপারে এখনও চুড়ান্ত কোন সিদ্ধান্ত  নেওয়া হয়নি। নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম জানান, কেন্দ্রটি সংস্কার করা হবে, ভোট গ্রহনের পরিবেশ তৈরি করেই ভোটের ব্যবস্থা করা হবে।  মাদ্রাসাটি দীর্ঘ ৬ বছর যাবৎ পরিত্যাক্ত অবস্থায় পরে আছে, এলাকার মানিক ও লাল মিয়া জানান, এখানকার  যে পরিবেশ তা কোন মতেই ভালভাবে  ভোট গ্রহণ করা সম্ভব নয়। তাই কেন্দ্রটি স্থানান্তর করলেই ভাল হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন