শাজাহানপুর উপজেলা শ্রমিকলীগের মানববন্ধন | Daily Chandni Bazar শাজাহানপুর উপজেলা শ্রমিকলীগের মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১ ২২:২২
শাজাহানপুর উপজেলা শ্রমিকলীগের মানববন্ধন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

শাজাহানপুর উপজেলা শ্রমিকলীগের মানববন্ধন

 জাতীয় শ্রমিকলীগ বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক দিপুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে গতকাল শনিবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা শ্রমিকলীগ নেতৃবৃন্দ। 
মানববন্ধন চলাকালে উপজেলা শ্রমিকলীগ সভাপতি মতিউর রহমান টুকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউনুস আলী সোনারের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বগুড়া শহর শ্রমিকলীগ দক্ষিণের আহ্বায়ক আনন্দ কুমার দাস, যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন রানা, উত্তরের আহ্বায়ক জালাল উদ্দিন শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান, শহর শ্রমিকলীগ উত্তরের প্রচার সম্পাদক মিজানুর রহমান, শাজাহানপুর উপজেলা শ্রমিকলীগ নেতা মোহাম্মদ আলী, রুবেল সরকার, মুক্তার মোল্লা, আব্দুর রাজ্জাক, মিন্টু মিয়া, নজরুল ইসলাম, শাজাহান আলী, মহিদুল ইসলাম নুর, কৃষকলীগ নেতা আমিনুল ইসলাম প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন