নামুজায় প্রতিবন্ধী অন্তঃসত্বা ঘটনায় মামলা: আসামী আটক | Daily Chandni Bazar নামুজায় প্রতিবন্ধী অন্তঃসত্বা ঘটনায় মামলা: আসামী আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১ ২২:২৫
নামুজায় প্রতিবন্ধী অন্তঃসত্বা ঘটনায় মামলা: আসামী আটক
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

নামুজায় প্রতিবন্ধী অন্তঃসত্বা 
ঘটনায় মামলা: আসামী আটক

 বগুড়া সদরের নামুজায় প্রতিবন্ধী অন্তঃসত্বা হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের আসামী আটক। জানা যায়, নামুজা ইউনিয়নের ভান্ডারী পাড়া গ্রামের আব্দুস ছাত্তারের প্রতিবন্ধী কন্যা মোছাঃ ছাবিনা (১৩) অন্তঃসত্বা হওয়ার ঘটনায় তার মা খাতিজা গত ১৬ অক্টোবর (শনিবার) বাদী হয়ে সদর থানায় এক জনকে আসামী করে একটি মামলা দ্বারের করেন। মামলার আসামী নামুজা ভান্ডারী পাড়া গ্রামের মীর আলীর পুত্র মোঃ খলিলকে থানা পুলিশ আটক করেছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই মোন্তাজ জানান, আসামী খলিলকে আটক করে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকগণেরা ‘নামুজায় প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্বা অভিযুক্ত লাপাত্তা’ শিরোনামে সংবাদটি গত ১৪ অক্টোবর বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক চাঁদনী’ বাজার পত্রিকায় খবর প্রকাশ হলে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ওসি’র হস্তক্ষেপে থানায় মামলা হয় ও আসামীকে দ্রুত আটক করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন