জয়পুরহাটে মোটর সাইকেলের চাপায় নারীর মৃত্যু, আহত-১ | Daily Chandni Bazar জয়পুরহাটে মোটর সাইকেলের চাপায় নারীর মৃত্যু, আহত-১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১ ২২:৩৬
জয়পুরহাটে মোটর সাইকেলের চাপায় নারীর মৃত্যু, আহত-১
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটে মোটর সাইকেলের চাপায় নারীর মৃত্যু, আহত-১

জয়পুরহাটের আক্কেলপুরে সড়ক দূর্ঘটনায় নুর জাহান (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। অপর দিকে গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রাইমা (৫৫) নামের এক নারী। আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত নুর জাহান উপজেলার ভিকনী গ্রামের ব্যবসায়ী আবু সাঈদের স্ত্রী ও আহত রাইমা সু-সৃষ্টি গ্রামের জালাল হোসেনের স্ত্রী। পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউপির ভিকনী গ্রামের আবু সাঈদের স্ত্রী নুর জাহান(৪০) একটি ব্যাটারিচালিত ভ্যানে রহিমা (৫০) নামের অপর এক মহিলার সাথে নিজ বাড়ি ভিকনী গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে ব্যাটারি চালিত ভ্যানটি ওই রাস্তায় ভিকনী ব্রীজের অদুরে পৌছালে ভ্যানের শ্যাপ্ট ভেঙ্গে যায়। এ সময় ওই দুই মহিলাযাত্রী রাস্তায় ছিটকে পড়লে পিছন থেকে আসা একটি বাইক চাপা দিলে চালক স্বপন (৩০) সহ তিন জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুই জনকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করেন। পরে শুক্রবার সন্ধায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু সাঈদের স্ত্রী নুরজাহান মুত্যুবরণ করেছেন। বিষয়টি নিহতের স্বামী আবু সাঈদ মুঠো ফোনে নিশ্চিত করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন