
সম্মিলিত শ্রমিক ফেডারেশনের জয়পুরহাট জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা মহানগরের সভাপতি আব্দুল মতিন। কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
শনিবার দুপুরে জয়পুরহাট পৌর মিলনায়তনে সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করা হয়।
ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন,- জেলা আওয়ামী লীগের সহসভাপতি মহসিন আলী, রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা আব্দুস সালাম,শ্রম কল্যাণ সংগঠক গোলাম মোস্তফা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি সরদার আব্দুল হাফিজ জয়পুরহাট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, জেলার ৩৫ টি ট্রেড ইউনিয়ন নিয়ে ২০১৩ সালে সম্মিলিত শ্রমিক ফেডারেশন গঠিত হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন