লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের বৃক্ষরোপন কর্মসূচি পালন | Daily Chandni Bazar লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের বৃক্ষরোপন কর্মসূচি পালন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১ ২২:৫০
লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের বৃক্ষরোপন কর্মসূচি পালন
ষ্টাফ রিপোর্টার

লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের 
বৃক্ষরোপন কর্মসূচি পালন

বিশ্ব লায়ন দিবস এবং অক্টোবর সেবা মাস’ উপলক্ষে লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থান শুক্রবার বিকেলে জেলার শাজাহানপুর উপজেলার চকলোকমান হযরত ফাতেমা (রাঃ) মহিলা মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। ইন্টারন্যাশনাল লায়ন্স প্রেসিডেন্ট ডগলাস এক্স আলেকজান্ডারের ‘সার্ভিস ফর্ম দ্যা হার্ট’ প্রতিপাদ্য ও বর্তমান জেলা ৩১৫ এ২ এর গর্ভণর লায়ন জালাল আহমেদ এমজেএফ’র ‘ভালোবাসি দেশকে, সেবা করি মানুষকে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচিটি পালন করা হয়। 

লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের আয়োজনে ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন আতিকুর রহমান মিঠুর সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের সেক্রেটারী লায়ন রবিউল আলম অশ্রুর পরিচালনায় এসময় ক্লাবের ট্রেজারার সাহান বারী, লায়ন শিরীন সুলতানা, লায়ন তাজিন আহমেদ টিটু, লায়ন গোলাম রায়হান সরিফ, লায়ন হাফিজ মোহাম্মদ এজাজ, লায়ন ডাঃ নাফিউজ্জামান চৌধুরী, লায়ন আলী আশফাক টিপু, লায়ন নজরুল ইসলাম, লায়ন ডাঃ শাহানুর রহমান, লায়ন উম্মে হাবিবা, লায়ন মাহবুবুর রহমান সহ আর অনেকে উপস্থিত ছিলেন। বৃক্ষরোপন কর্মসূচিতে হযরত ফাতেমা (রাঃ) মহিলা মাদ্রাসা প্রাঙ্গনে ফলজ ও ওষুধী গাছ লাগানো হয়। এসময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন