
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি বলেছেন, বৈষম্য মুক্ত সোনারবাংলা গড়ে তুলে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দেশ আজ শিক্ষা, শিল্পে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের প্রচেষ্টায় ১২ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। তার নেতৃত্বে দেশে আইটি সেক্টরের আমুল পরিবর্তন হয়েছে। বগুড়ায় আইটি পার্ক স্থপান হলে বগুড়ার শিল্পের হারানো গৌরব ফিরে আসবে। ৪১ সালের মধ্যে উন্নত অর্থণীতির সুবিধা ভোগ করবে দেশের মানুষ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আইটিতে বিপ্লব সৃষ্টি হয়েছে। গ্রামে বসে তরুণ তরুনীরা বৈদেশিক মুদ্রা অর্জন করছে। দেশের নতুন নতুন উদ্যক্তার সৃষ্টি হয়েছে। আগামাী ৫ বছরে হাজার হাজার তরুণ তরুনীর কর্ম সংস্থান খুঁজে পাবে।
শনিবার বেলা ১২ টায় বগুড়ার গোকুলে অবস্থিত টিএমএসএস’র পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অডিটোরিয়ামে এক শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বগুড়ায় টিএমএসএস ১০২ একর জায়গা যে আইট পার্ক স্থাপন করতে যাচ্ছে তার পরিদর্শন করেছি। এর সম্ভব্যতা যাচাই করে আগামী ৫ বছরের মধ্যে এটির কার্যক্রম দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন।
এর আগে প্রতিমন্ত্রী বগুড়ার করতোয়া নদীর পাড়ে টিএমএসএস’র নির্ধরিত আইটি পার্কের স্থান পরিরদর্শ করেন। পরে তিনি শেখ কামাল ইনটিবিউটর সেন্টারে সম্ভব্য স্থান পরিদর্শক করেন।
শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যান ও টিএমএসএস এন নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম। ইউনির্ভসিটির উপাচর্য্য মোজাফ্ফর হোসেন, হাই টেক অথরিটির ম্যানেজিং ডিরক্টর ড. বিকর্ন কুমার ঘোষ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন