বগুড়ায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্ম দিন পালিত | Daily Chandni Bazar বগুড়ায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্ম দিন পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১ ০০:০২
বগুড়ায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্ম দিন পালিত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ 
রাসেলের ৫৮ তম জন্ম দিন পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার জেলা প্রশসানের চত্বরে রক্ষিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে বগুড়ায় দিবসটি সুচনা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে কেক কর্তন করা হয়। সব শেষে আলোচন সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হেসেন, জেলা আওয়মীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন