
বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে অবৈধ উল্লেখ করে বাতিলের দাবীতে শেরপুর মহিলা আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গত রবিবার ১৭ই অক্টোবর শেরপুর উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে শেরপুর মহিলা আওয়ামী লীগের নেত্রীরা এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালে শেরপুর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছাঃ ফিরোজা বেগম এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক স্বপ্না চৌধুরী,শেরপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা আঞ্জুমান লিলি।আরো উপস্থিত ছিলেন শারমিন,নাজমা,চায়না ,আলেয়া ,বেবি প্রমুখ।
মানববন্ধন থেকে সংক্ষিপ্ত সমাবেশে নবগঠিত কমিটি বাতিল চেয়ে বক্তারা বলেন, গত ২ অক্টোবর কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রীরা দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে অর্থের বিনিময়ে অযোগ্যদের নিয়ে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। অবিলম্বে এই কমিটি বাতিল না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন