বগুড়ায় আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা | Daily Chandni Bazar বগুড়ায় আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১ ১৫:৫৯
বগুড়ায় আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রাদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে শহরের সাতমাথায় মুজিব মঞ্চে আয়োজিত সম্প্রীতি সমাবেশ জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক রাগেবুল আহসান রিপু, যুগ্ন সম্পদক আসাদুর রহমান দুলু সহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রাদায়িক সন্ত্রাসের সাথে যারা জড়িত তাদের কে খুজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি করেন। সমাবেশের আগে এক শান্তি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন