শিবগঞ্জে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা | Daily Chandni Bazar শিবগঞ্জে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১ ২১:১৩
শিবগঞ্জে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

শিবগঞ্জে আওয়ামী লীগের সম্প্রীতি 
সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

 বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার শিবগঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৃথক ২টি সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভা যাত্রা বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য শিবগঞ্জ পৌরসভা মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগ  সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা কৃষকলীগ সভাপতি লুৎফর রহমান, সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক এর নেতৃত্বে অনুরূপ একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ইঞ্জিঃ আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা আবু জাফর, যুবলীগ নেতা আব্দুস সাত্তার, ছাত্রলীগ নেতা আলী হাসান শুভ প্রমুখ।    

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন