সিংড়ায় নৌকা বিরোধীকে মনোনয়ন না দেয়ার দাবিতে মানববন্ধন | Daily Chandni Bazar সিংড়ায় নৌকা বিরোধীকে মনোনয়ন না দেয়ার দাবিতে মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১ ২১:২৭
সিংড়ায় নৌকা বিরোধীকে মনোনয়ন না দেয়ার দাবিতে মানববন্ধন
অনলাইন ডেস্ক

সিংড়ায় নৌকা বিরোধীকে মনোনয়ন না দেয়ার দাবিতে মানববন্ধন

নাটোরের সিংড়ার চামারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম মৃধা ও সভাপতি শাহাদৎ হোসেনকে নৌকার মনোনয়ন না দেয়ার দাবিতে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধা, প্রকৃত মুজিব সৈনিক ও তৃণমূল আওয়ামী লীগ।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় চামারী ইউনিয়নের গোলকপাড়া মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দোয়াত-কলম প্রতীকে নির্বাচন করেন বিএনপি থেকে সদ্য যোগদানকারী আওয়ামী লীগ নেতা আদেশ আলী সরদার। এ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করেন ইউনিয়ন আ'লীগের সভাপতি শাহাদৎ হোসেন, সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা।

এসময় নৌকার বিপক্ষে কাজ করা নেতাদের মনোনয়ন না দিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এনামুল হক সরদারকে মনোনয়ন দেয়ার দাবি জানান বক্তারা।

এসময় বক্তব্য দেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুবলীগের প্রতিষ্ঠাতা ও বর্তমান সাধারণ সম্পাদক মো. এনামুল হক সরদার, উপজেলা আ'লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জালাল উদ্দিন সরদার, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক এনামুল হক মন্টু, সাংস্কৃতিক সম্পাদক আঃ সালাম, ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, যুবলীগ নেতা রেজভী আহমেদ রকি, মঞ্জু আহমেদ, আবুল কালাম প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন