ক্ষেতলাল স্বাস্থ্য সম্মত জীবন যাপনে ওয়ার্কসপ | Daily Chandni Bazar ক্ষেতলাল স্বাস্থ্য সম্মত জীবন যাপনে ওয়ার্কসপ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১ ১৯:৪০
ক্ষেতলাল স্বাস্থ্য সম্মত জীবন যাপনে ওয়ার্কসপ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

ক্ষেতলাল স্বাস্থ্য সম্মত জীবন যাপনে ওয়ার্কসপ

“আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ২৫ আক্টোবর স্বাস্থ্য সম্মত জীবন যাপনের উপর ১ দিনের  ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডা. মকলেছুর রহমান উপ-প্রধান পরিচালক স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ঢাকা। আরো বক্তব্য রাখেন আর এম ও ডা. নুরে ফাতেমা জান্নাত নুরি, ডা. মহিউদ্দিন, ডা. চৈতী , ডা. শহিদুল্লা, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. গালিব আনোয়ার। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহনে ওই ওয়ার্কসপে বক্তারা  বলেন, মানুবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম খাদ্য, নিয়মিত ব্যাম, পরিমিত ঘুম অপরিহার্য। রোগাক্রান্ত হয়ে চিকিৎসায় বিশ্বাসী না হয়ে, মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বারাতে সবায়কে সজাগ থাকার আহবান জানায়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন