![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সফরের দ্বিতীয় দিনে বুধবার (২৭ অক্টোবর) সকালে তিনি মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।
দিনের শুরুতে সকালে ড. হাছান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প মোতিঝিলে (প্রকৃতি তীর্থ) যান। সেখানে প্রকৃতির মনোরম পরিবেশে বেশ কিছুটা সময় কাটান তিনি।
সেখান থেকে বেরিয়ে বাংলাদেশের তথ্যমন্ত্রী নবাবি স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হাজারদুয়ারি যান। প্রায় দুই ঘণ্টা ধরে হাজারদুয়ারি প্যালেসের মিউজিয়াম ঘুরে দেখেন তিনি। হাজারদুয়ারি থেকে বেরিয়ে প্রথমে নশিপুরে নবাবি আমলের ধনকুবের জগৎ শেঠের বাড়ি এবং শেষে মুর্শিদকুলি খাঁ নির্মিত কাটরা মসজিদ ঘুরে দেখেন তিনি।
সকাল থেকে কয়েক ঘণ্টা নবাবি মুলুকে কাটিয়ে বহরমপুরের উদ্দেশ্যে রওনা হন ড. হাছান মাহমুদ। দুপুরে বহরমপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তিনি।
প্রসঙ্গত, তিন দিনের সফরে মঙ্গলবার (২৭ অক্টোবর) মুর্শিদাবাদ আসেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রাতে বহরমপুরের একটি বেসরকারি হোটেলে রাত্রিযাপন করেন তিনি। বুধ ও বৃহস্পতিবার কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে তার।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন