বগুড়ায় করোনায় মৃত্যু নেই নতুন আক্রান্ত হয়েছে ৮ জন | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় মৃত্যু নেই নতুন আক্রান্ত হয়েছে ৮ জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১ ২৩:২৭
বগুড়ায় করোনায় মৃত্যু নেই নতুন আক্রান্ত হয়েছে ৮ জন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায় মৃত্যু নেই 
নতুন আক্রান্ত হয়েছে ৮ জন

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও নতুন করে আক্রান্ত হয়েছে ৮জন। 

বগুড়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) থেকে আসা ২০৬ টি নমুনার মধ্যে ৮জন করোনায় শনাক্ত হয়েছেন। নতুন ৮ জনের মধ্যে সদরের ৪, ধুনটের ৩ এবং বাকি একজন কাহালু উপজেলার বাসিন্দা। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৬১৯ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যু ৬৮৫ জনে অপরিবর্তিত রয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৫৮ জন। এছাড়া জেলার তিন হাসপাতালে করোনায় ৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন