
নওগাঁর মান্দায় বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় আহত পথচারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার বিকেল ৩টার দিকে মারা যান তিনি।
নিহত ব্যক্তির নাম ইসরাফিল হোসেন হারু (৬৫)। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা। বুধ্বার সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের আব্দুল্লাহ ফিলিং স্টেশন এলাকার অদুরে ট্রাকের ধাক্কায় আহত হয়েছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হারু মহাসড়কে উঠার পরপরই নওগাঁগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের ছেলে একরামুল হক জানান, বাবা ইসরাফিল হোসেন সার কেনার জন্য বাড়ি থেকে সাবাই বাজারে যাচ্ছিলেন। মহাসড়কে উঠার পরেই তিনি দুর্ঘটনার শিকার হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার বিকেল ৩টার দিকে তাঁর মৃত্যূ হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন