নন্দীগ্রামে ভাতিজার কিলঘুষিতে চাচা নিহত | Daily Chandni Bazar নন্দীগ্রামে ভাতিজার কিলঘুষিতে চাচা নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১ ২১:৩০
নন্দীগ্রামে ভাতিজার কিলঘুষিতে চাচা নিহত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

নন্দীগ্রামে ভাতিজার কিলঘুষিতে চাচা নিহত

বগুড়ার নন্দীগ্রামে ভাতিজার কিলঘুষিতে চাচা জামাল উদ্দিন (৬২) নিহত হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের মথুরাপুর গ্রামে। জানা গেছে, মথুরাপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে জামাল উদ্দিনের বড় ভাই মৃত আব্দুল জোব্বারের ছেলেদের সাথে বাড়ির জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরধরে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৪ টারদিকে মৃত আব্দুল জোব্বারের ছেলে আব্দুল আহাদ, হাসান আলী ও হোসেন আলী তাদের চাচা জামাল উদ্দিনকে বেদম কিলঘুষি মারতে থাকে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা জানিয়েছে, বাড়ির জায়গা নিয়ে জামাল উদ্দিনের সাথে তার ভাতিজাদের বিরোধ চলছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি পরে ভাতিজারা চাচা জামাল উদ্দিনকে বেদম মারপিট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ হত্যা ঘটনায় জড়িত হোসেন আলীকে পুলিশ আটক করেছে।        

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন