বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় দুপচাঁচিয়ায় যুবলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা | Daily Chandni Bazar বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় দুপচাঁচিয়ায় যুবলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১ ২১:৩৩
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় দুপচাঁচিয়ায় যুবলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায়
দুপচাঁচিয়ায় যুবলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা

দুপচাঁচিয়ায় নূরে আলমের নেতৃত্বে উপজেলা মিনিট্রাক মালিক ও শ্রমিক যৌথ কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, মারপিট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবীতে দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮অক্টোবর বৃহস্পতিবার বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টা ব্যাপী এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী, উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা আ’লীগের সাবেক সহসভাপতি নারায়ন চন্দ্র লালু, সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, আ’লীগ নেত্রী শামীমা আক্তার মুক্তা, শ্রমিক নেতা ও প্যানেল মেয়র-২ মহিদুল ইসলাম, উপজেলা মিনি ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আছির উদ্দিন, দুপচাঁচিয়া উপজেলা মিনিট্রাক চালক সমবায় সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফি, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, হানিফ হোসেন ডলার, সাংগঠনিক সম্পাদক মহসীন মিলন, পৌর যুবলীগের সভাপতি রতন মন্ডল সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন