
বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল গতকাল শুক্রবার বিকেলে গন্ডগ্রাম স্টার ভাটা মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে সুলতানগঞ্জ মার্কেট স্পোটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে মারুফ এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
১৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আল মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু। টুর্নামেণ্টের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সদস্য আলমগীর হোসেন স্বপন। জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সরকারের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈকত হাসান, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন, নুরুন্নবী প্রামাণিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলী হায়দার টিক্কা, আরিফুল আলম শাওন, রুবেল খান, আল আমিন সুমন, রনি, মিজু, বাপ্পি, নুরনবী, আল আমিন, ডলার, রাহুল, মাফি, আমিনুল, আকাশ প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন