নির্বাচনী সহিংসতায় নৌকা প্রার্থীর কর্মী আহত | Daily Chandni Bazar নির্বাচনী সহিংসতায় নৌকা প্রার্থীর কর্মী আহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১ ২২:৫২
নির্বাচনী সহিংসতায় নৌকা প্রার্থীর কর্মী আহত
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

নির্বাচনী সহিংসতায় নৌকা প্রার্থীর কর্মী আহত

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মীর ছুরিকাঘাতে মিঠু মিয়া (৪০) নামে নৌকা প্রার্থীর এক কর্মী গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় মিঠু মিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিঠু মিয়া খোট্টাপাড়া ইউনিয়নের জোকা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন অটোটেম্পু চালক।

নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জালশুকা দক্ষিণপাড়ায় নির্বাচনী পথসভা শেষে বাড়ি ফিরছিলেন। মিঠু মিয়া তার অটোটেম্পু নিয়ে পিছনে ছিলেন। এমতাবস্থায় জালশুকা হরিতলা এলাকায় পৌছিলে বিদ্রোহী প্রার্থী আবু সুফিয়ান সুমনসহ তার কর্মীরা অতর্কিত হামলা চালিয়ে মিঠু মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আবু সুফিয়ান সুমন অভিযোগ অস্বীকার করে বলেন, হামলা তার কর্মীরা করেনি। বরং নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের ছোটভাই ফেরদৌস প্রথমে জহুরুল ইসলাম নামে তার এক কর্মীকে মারপিট করে। এরপর রাতে তার বাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা করতে এলে থানা পুলিশকে জানানো হয়। পরে জানতে পারেন কে বা কারা মিঠু মিয়াকে ছুরিকাঘাত করেছে।

থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন