বগুড়া সরকারি আজিজুল হক কলেজে 'শেখ রাসেল দেয়ালিকা'র উদ্বোধন | Daily Chandni Bazar বগুড়া সরকারি আজিজুল হক কলেজে 'শেখ রাসেল দেয়ালিকা'র উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১ ২৩:১৪
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে 'শেখ রাসেল দেয়ালিকা'র উদ্বোধন
সঞ্জু রায় :

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে
'শেখ রাসেল দেয়ালিকা'র উদ্বোধন

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে 'শেখ রাসেল দেয়ালিকা'র উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায়  কলেজের উচ্চ মাধ্যমিক ভবনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে দেয়ালিকার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। এসময় তিনি দেয়ালিকার ভূয়সী প্রশংসা করে বলেন, 'অনেক স্বপ্ন নিয়ে জাতির পিতা তার কনিষ্ঠ পুত্রের নাম রাসেল রেখেছিলেন।  পিতার মতোই দরদি ও মানবিক গুণে গুণান্বিত ছিল শেখ রাসেল। সদ্য স্বাধীন বাংলাদেশের মতোই অপার সম্ভাবনা নিয়ে বড় হয়ে উঠছিল শিশু রাসেল। ঘাতকের নির্মম আঘাত তাকে কেড়ে না নিলে হয়তো একজন আদর্শ নেতা পেতো এ জাতি।'

কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের, শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মাহতাব হোসেন মন্ডল এবং উচ্চ মাধ্যমিক ভবনের ইনচার্জ সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহা। এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও বিএনসিসি'র সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের শিক্ষার্থী সাদিয়া ইয়াসমিন। এ প্রসঙ্গে সুব্রত কুমার সাহা জানান, শেখ রাসেল দিবস উপলক্ষে ২৬জন শিক্ষার্থী এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এ দেয়ালিকা তৈরি করা হয়েছে। দেয়ালিকায় শেখ রাসেলের শৈশব স্মৃতি, তার অপার সম্ভাবনা, ব্যবহৃত খেলনা সমূহ, নেতৃত্বের গুণসহ বিভিন্ন কর্মকান্ড ফুটিয়ে তোলা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন