ছয় মাস পর পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালু | Daily Chandni Bazar ছয় মাস পর পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১ ১৫:৫৬
ছয় মাস পর পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালু
অনলাইন ডেস্ক

ছয় মাস পর পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালু

মহামারি করোনাভাইরাসের ধাক্কা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ভারতের পশ্চিমবঙ্গ। এরই মধ্যে রোববার (৩১ অক্টোবর) থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন। সামাজিক দূরত্ব মেনে ট্রেনে চলাচলের নির্দেশনা থাকলেও তা মানা নিয়ে সংশয় দেখা গেছে।

যাত্রীদের দাবি, ৫০ শতাংশ যাত্রীর ট্রেনে ওঠার কথা থাকলেও বহু ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে না। আগের মতো ট্রেনে উপচেপড়া ভিড়। সঠিকভাবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। বেশিরভাগের মুখে মাস্ক নেই। কর্মকর্তাদের তৎপরতাও কম।

জানা গেছে, বেশিরভাগ অফিস বন্ধ থাকায় যাত্রী সংখ্যা প্রথম দিনে কম। আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসে ট্রেনে যাত্রীসংখ্যা আরও বাড়ছে। সেক্ষেত্রে কর্মব্যস্ত দিনে রাজ্য সরকারের নির্দেশনা মানা নিয়ে উদ্বিগ্ন সবাই। ভিড়ের ছবি কিছুটা হলেও আতঙ্ক বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। সেক্ষেত্রে সংক্রমণ এড়াতে খুব প্রয়োজন ছাড়া লোকাল ট্রেনে যাতায়াত না করার পরামর্শ বিশেষজ্ঞরা।

পশ্চিমবঙ্গ রেল কর্তৃপক্ষের দাবি, এখনো পর্যন্ত রাজ্যের তরফে আদ্রা ডিভিশনের ডিআরএমের কাছে কোনো নির্দেশিকা না এসে পৌঁছনোয় লোকাল ট্রেন চালানো হয়নি। ফলে ক্ষুব্ধ বাঁকুড়া ও পুরুলিয়াবাসী।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন