পশ্চিমবঙ্গে উপ-নির্বাচন: চার আসনেই এগিয়ে তৃণমূল | Daily Chandni Bazar পশ্চিমবঙ্গে উপ-নির্বাচন: চার আসনেই এগিয়ে তৃণমূল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ নভেম্বর, ২০২১ ১৫:৩৩
পশ্চিমবঙ্গে উপ-নির্বাচন: চার আসনেই এগিয়ে তৃণমূল
অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গে উপ-নির্বাচন: চার আসনেই এগিয়ে তৃণমূল

ভারতে পশ্চিবঙ্গে চার আসনের উপ-নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। এর আগের নির্বাচনে ওই চার আসনের দুটিতে দলটি জিতলেও এবার চারটিই হাতছাড়া হতে যাচ্ছে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আসনে বিপুল ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। ৫৭ ভোটে বিজেপির জেতা আসনের উপ-নির্বাচনে প্রথম কয়েক রাউন্ডের গণনা শেষ হতে না হতেই ৫০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। এই কেন্দ্রে মোট ১৯ রাউন্ড গণনা হবে।

এর আগে এ কেন্দ্রে জিতেছিল বিজেপি। তৃণমূলের হেভিওয়েট প্রার্থী উদয়ন গুহকে হারিয়ে দিয়েছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক। কিন্তু ব্যবধান ছিল মাত্র ৫৭ ভোটের। ৬ মাসের মধ্যে উপ-নির্বাচনে সেই প্রবণতা উল্টে গেল। শুরু থেকেই বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে বহু পেছনে ফেলে এগিয়ে চলেছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।

এছাড়া উত্তরবঙ্গের কোচবিহার জেলায় জয়জয়কার হয়েছিল বিজেপির। মাত্র ৫৭ ভোটে দিনহাটা আসন জেতা বাদে বাকি আসনগুলোয় বিজেপি প্রার্থীদের জয়ের ব্যবধান ছিল অনেকটাই।

এছাড়া শান্তিপুরে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন ১৮ হাজার ৬৮ ভোটে। অন্যদিকে গোসাবায় ব্যবধান সবচেয়ে বেশি। সেখানে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছে ৮২ হাজারের বেশি ভোটের ব্যবধানে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন