![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
আবুধাবির আল-ধাফরা ঘাঁটিতে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে সৌদি আরবের বিমান বাহিনী। মঙ্গলবার (৩ নভেম্বর) সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।
সামরিক এই মহড়ায় অন্যান্য কয়েকটি দেশের সঙ্গে সৌদির বিমান বাহিনীও অংশ নেয়। মহড়াটি ওই অঞ্চলের বৃহত্তম এবং দীর্ঘমেয়াদী কৌশলগুলোর মধ্যে একটি। এর মাধ্যমে পারস্পরিক সহযোগিতার পরিবেশ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বাড়বে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এই সামরিক মহড়ার লক্ষ্য হলো অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অভিযান পরিচালনার ক্ষেত্রে সমন্বয় বাড়ানো। বিশেষ করে বিমান অভিযানে সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়ন।
অংশগ্রহণকারী দেশগুলোর স্বার্থ রক্ষা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, শত্রুদের মোকাবিলা করে উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করাও এই সামরিক মহড়ার অন্যতম উদ্দেশ্য।
মহড়ায় সৌদির বিমান বাহিনীর পাইলটরা তাদের যুদ্ধ, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করেছেন। তারা প্রমাণ করেছেন আকাশ প্রতিরক্ষায় সৌদি আরব অদক্ষ নয়।
কয়েক দিন আগে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ দিনের মহড়ায় অংশ নিয়ে তা সফলভাবে শেষ করেছে সৌদির নৌবাহিনী।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন