গাবতলীতে ছেলের হাতে বাবা খুন | Daily Chandni Bazar গাবতলীতে ছেলের হাতে বাবা খুন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২১ ২৩:১৫
গাবতলীতে ছেলের হাতে বাবা খুন
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে ছেলের 
হাতে বাবা খুন

বগুড়ার গাবতলীতে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি মধ্যপাড়া গ্রামে বসতঘর তোলাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করলেও এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।  
জানা গেছে, উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি মধ্যপাড়া গ্রামের মৃত মোজাম মন্ডলের ছেলে তারাজুল মন্ডল (৫৫) তার বসতঘর একস্থান হতে আরেকস্থানে স্থানান্তর করছিলো। এ সময় তার একমাত্র ছেলে টুকু মন্ডল (৩৪) বাধা দেয়। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে তর্কবিতর্ক হয়। হাতাহাতির একপর্যায়ে ছেলে টুকু মন্ডল তার বাবাকে হাতের বাহু দিয়ে চাপ দিলে বাবা তারাজুল মন্ডল মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে স্থানীয়রা জানিয়েছেন, বৃদ্ধ লোকটি শারীরিকভাবে দুর্বল ও অনাহারে ছিলো। ছেলের সামান্য আঘাতেই তারাজুল মন্ডল মারা যান। এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো। 

 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন