পটকা ফুটাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু | Daily Chandni Bazar পটকা ফুটাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২১ ১১:২১
পটকা ফুটাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
অনলাইন ডেস্ক

পটকা ফুটাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

কালী পূজায় পটকা ফুটিয়ে আনন্দ করতে গিয়ে শ্রবণ কুমার (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নওগাঁর বদলগাছীতে এই ঘটনা ঘটে। শ্রবণ কুমার স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রী শ্রী কালি পূজা উপলক্ষে অন্যান্য শিশুদের সঙ্গে সন্ধ্যায় পটকা ফুটাতে যায় শ্রবণ কুমার। এসময় পটকার আগুনে তার খাদ্যনালী পুড়ে যায়। উদ্ধার করে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মৃত্যু হয় তার।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের নিকট সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন