ভারি বর্ষণের কারণে তামিলনাড়ুর স্কুল-অফিস বন্ধ ঘোষণা | Daily Chandni Bazar ভারি বর্ষণের কারণে তামিলনাড়ুর স্কুল-অফিস বন্ধ ঘোষণা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২১ ১৪:৫৯
ভারি বর্ষণের কারণে তামিলনাড়ুর স্কুল-অফিস বন্ধ ঘোষণা
অনলাইন ডেস্ক

ভারি বর্ষণের কারণে তামিলনাড়ুর স্কুল-অফিস বন্ধ ঘোষণা

প্রবল বৃষ্টির দাপটে ভাসছে তামিলনাড়ু। এর ফলে তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গালাপাট্টু, কাঞ্চিপুরম জেলায় আগামী দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সব স্কুল ও সরকারি অফিস। বেসরকারি অফিসের কর্মীদের অনুরোধ করা হয়েছে, তারা যেন বাড়ি থেকে কাজ করেন।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, প্রয়োজনে বেসরকারি সংস্থাকে ছুটি ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

এরই মধ্যে তামিলনাড়ুর সব উপকূলবর্তী এলাকায় পৌঁছে গেছে দেশটির বিপর্যয় মোকাবিলা বাহিনী। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছে।

চেন্নাইয়ে শনিবার রাত থেকেই টানা বৃষ্টি চলছে। রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টি হয়েছে মোট ২১ সেন্টিমিটার। মঙ্গলবার পর্যন্ত তামিলনাড়ুর একাধিক জেলায় অতিভারি বৃষ্টি চলতে পারে। বুধবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন