পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ | Daily Chandni Bazar পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২১ ১৪:৫৮
পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ
অনলাইন ডেস্ক

পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় আহমেদ তপুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে তপুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে আল হেলাল মাধ্যমিক ইসলামি একাডেমির শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে এলাকাবাসীও অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে দিনে দুপুরে একজন শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হলো। কিন্তু মূল আসামিরা এখনও ধরা পড়েনি। অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি দিতে হবে। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে আল হেলাল মাধ্যমিক ইসলামি একাডেমির সভাপতি শহিদুল কদর জোয়ার্দার, প্রধান শিক্ষক রিপন আলীসহ অন্যান্যরা বক্তব্য দেন।

এর আগে, রোববার (৭ নভেম্বর) দুপুরে আল হেলাল মাধ্যমিক ইসলামি একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের মধ্যে তন্ময় আহমেদ তপুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিন রাত ১২টার দিকে নিহতের বড় ভাই মাসুদুর রহমান বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় হত্যা মামলা করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন