দুপচাঁচিয়ায় দিনের বেলায় ছাগল চুরি ॥ আটক তিন | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় দিনের বেলায় ছাগল চুরি ॥ আটক তিন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২১ ২৩:১০
দুপচাঁচিয়ায় দিনের বেলায় ছাগল চুরি ॥ আটক তিন
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় দিনের বেলায় ছাগল চুরি ॥ আটক তিন

দুপচাঁচিয়ায় দিনের বেলায় অভিনব কায়দায় ছাগল চুরি করতে গিয়ে জনগণের হাতে আটক হলো তিন চোর। আটককৃতরা হলেন উপজেলার গোবিন্দপুর মধ্যপাড়া গ্রামের মিলন(৩২) ও একই গ্রামের মিজানুর রহমান(৩২) এবং আদমদীঘি উপজেলার শাঁওইল গ্রামের নয়ন(৩১)। পরে তাদেরকে পুলিশের নিকট সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকালে দুপচাঁচিয়ার চৌমুহনী-আলতাফনগর রাস্তার বেলাইল নামক স্থানে। 
জানা গেছে, ঘটনারদিন বিকালে চৌমুহনী-আলতাফনগর রাস্তায় বেলাইল গ্রামের সোহানুর ইসলাম শাহিনের একটি ছাগল ঘাস খাচ্ছিল। এসময় অভিযুক্ত তিনজন অভিনব কায়দায় ছাগলটি চুরি করে নিয়ে যাবার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে। পরে তাদেরকে টহলরত পুলিশের নিকট সোপর্দ করেন। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি চুরি মামলা হয়েছে।   
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চোরদলের সদস্য। তারা কৌশলে বিভিন্ন স্থান থেকে ছাগল সহ অন্যান্য প্রাণি চুরি করে থাকে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন