নন্দীগ্রামে গণটিকার উদ্বোধন করলেন জেলা প্রশাসক | Daily Chandni Bazar নন্দীগ্রামে গণটিকার উদ্বোধন করলেন জেলা প্রশাসক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২১ ২৩:১৯
নন্দীগ্রামে গণটিকার উদ্বোধন করলেন জেলা প্রশাসক
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রামে গণটিকার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নন্দীগ্রাম পৌরসভায় কোভিড-১৯ এর করোনার গণটিকার উদ্বোধন করলেন বগুড়ার জেলা  মো. জিয়াউল হক। পৌরসভা চত্বরে মঙ্গলবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌরসভার ৬ হাজার মানুষকে এ করোনার টিকা প্রদান করা হয়েছে। পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে গণটিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তোফাজ্জল হোসেন মন্ডল প্রমুখ। সভাটি পরিচালনা করেন পৌর আ’লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন। এছাড়া পৌরসভা, ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন তিনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন