বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেবে ফ্রান্স : পররাষ্ট্রমন্ত্রী | Daily Chandni Bazar বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেবে ফ্রান্স : পররাষ্ট্রমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১ ০৯:৫৬
বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেবে ফ্রান্স : পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক


বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেবে ফ্রান্স : পররাষ্ট্রমন্ত্রী

করোনা প্রতিরোধে বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। আজ বুধবার সকলে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য জানান।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাখোঁ এবং দেশটির প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সঙ্গে দেখা করার পর ফ্রান্স এই ঘোষণা দেয়।

এর আগে গতকাল সকালে প্রধানমন্ত্রী লন্ডন থেকে প্যারিসে পৌঁছেন। দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর ফ্রান্সে এটিই দ্বিপক্ষীয় সফর। এই সফরের প্রথম দিনে আলোচনা হয়েছে ভূরাজনীতি ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর দপ্তর জানায়, সবার জন্য সমৃদ্ধির লক্ষ্যে এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে উন্মুক্ত, অবাধ, নিরাপদ ও অংশগ্রহণমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিষয়ে ফ্রান্স ও বাংলাদেশের লক্ষ্য অভিন্ন।

সূত্র : ইউএনবি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন