ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সরাসরি ফ্লাইট চান ত্রিপুরার মুখ্যমন্ত্রী | Daily Chandni Bazar ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সরাসরি ফ্লাইট চান ত্রিপুরার মুখ্যমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ১৫:৪৮
ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সরাসরি ফ্লাইট চান ত্রিপুরার মুখ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক

ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সরাসরি ফ্লাইট চান ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বাংলাদেশের রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমানপরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ডিয়ার সঙ্গে ভিডিও কনফারেন্সে এ দাবি তোলেন তিনি।

গত বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী এক টুইটে জানান, বাংলাদেশ-ভারতের মধ্যে যোগাযোগের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর কাছে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান জানিয়েছেন তিনি।

এক্ষেত্রে বাংলাদেশের দুটি জায়গা- ঢাকা ও চট্টগ্রামের কথা উল্লেখ করেছেন বিপ্লব দেব। শহর দুটির সঙ্গে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে সরাসরি ফ্লাইট প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।

এই দাবি বাস্তবায়নে ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে পূর্ণ সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

অবশ্য ঢাকা-আগরতলা সরাসরি ফ্লাইট চালুর দাবি ত্রিপুরায় নতুন নয়। ২০১৯ সালের অক্টোবরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরকালে তার সঙ্গে দেখা করেও একই আর্জি জানিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তার প্রস্তাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী উৎসাহ দেখিয়েছেন বলেও দাবি করেন বিপ্লব দেব।

সূত্র: হিন্দুস্তান টাইমস, বিবিসি বাংলা

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন