জয়পুরহাটে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির উদ্বোধন | Daily Chandni Bazar জয়পুরহাটে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ২২:২৮
জয়পুরহাটে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির উদ্বোধন
জয়পুরহাট ব্যুরো:

জয়পুরহাটে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির উদ্বোধন

জয়পুরহাটে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনুর্ধ্ব-১৯ প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার দুপুরে জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে  জয়পুরহাট  স্টেডিয়ামে এই আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ  সুপার মাছুম আহাম্মদ ভুঞা। 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হক্কানি, নৃপেন্দনাথ মন্ডল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বালক বিভাগে জয়পুরহাট সদর থানা দল (২৭) পাঁচবিবি থানা দল (২৬) ১ পয়েন্টে পরাজিত করে। অপর দিকে বালিকা বিভাগে জয়পুরহাট সদর থানা দল (১৩) কালাই থানা দল (০৮) ৫ পয়েন্টে পরাজিত করে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন