বগুড়ায় ২৪ করোনা রোগী চিকিৎসাধীন | Daily Chandni Bazar বগুড়ায় ২৪ করোনা রোগী চিকিৎসাধীন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ২২:৩২
বগুড়ায় ২৪ করোনা রোগী চিকিৎসাধীন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ২৪ করোনা 
রোগী চিকিৎসাধীন

বগুড়ায় শুক্রবারের করোনায় মৃত্যু ও শনাক্ত শূন্যদিন পার হয়েছে। হাসপাতালে কমেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

জেলার দুটি পিসিআর ল্যাবে ১০৯টি নমুনায় কোন করেনা রোগী শনাক্ত হয়নি। এছাড়া একই সময়ে করোনামুক্ত হওয়ার তালিকাও এদিন শূন্য। এর পাশাপাশি জেলায় নতুন করে কারও মৃত্যু হয়নি। 
শুক্রবার দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, নতুন করে কেউ করোনায় মারা যায় নি ও আক্রান্ত হয়নি। শজিমেক ও টিএমএসএস ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট ১০৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে সবগুলোই নেগেটিভ এসেছে। নতুন করে কেউ করোনায় শনাক্ত না হওয়ায় এবং মারা না যাওয়ায় মোট আক্রান্ত ২১ হাজার ৬৬০ জন এবং মৃত্যু ৬৮৫ জনেই অপরিবর্তিত রয়েছে। সুস্থ হয়েছে ২১ হাজার ১০ জন। এছাড়া জেলার তিন হাসপাতালে করোনার রোগী রয়েছে ২৪ জন। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ১৪ জন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৯ জন, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১ জন চিকিৎসাধীন রয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন