সদরের মথুরায় পূর্ব শক্রতার জেরে মারপিটে আহত ৪, থানায় অভিযোগ | Daily Chandni Bazar সদরের মথুরায় পূর্ব শক্রতার জেরে মারপিটে আহত ৪, থানায় অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১ ২০:০৯
সদরের মথুরায় পূর্ব শক্রতার জেরে মারপিটে আহত ৪, থানায় অভিযোগ
মহাস্থান বগুড়া প্রতিনিধিঃ

সদরের মথুরায় পূর্ব শক্রতার জেরে মারপিটে আহত ৪, থানায় অভিযোগ

বগুড়া সদরের মথুরায় পূর্ব শক্রতার জেরে প্রতিবেশীদের মারপিটে আহত ৪,থানায় অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবী। বগুড়া সদর থানার অভিযোগ সুত্রে জানা গেছে, ১২/১১/২১ ইং তারিখে , সদরের মথুরা উচু পাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রীর সাথে একই এলাকার ফারুকের স্ত্রী ১/ ফাইমা(৪০), ২/ তার স্বামী ফারুক হোসেন, ৩/ সায়ের উদ্দিন, পিতা অজ্ঞাত, ৪/ সুলতানা, সর্ব সাং মথুরা উচু পাড়াগণ পূর্ব পরিকল্পনা নিয়ে গোলেজার মেয়ে মুন্নি(১৩) কে বিবাদী ফারুক কু প্রস্তাব দিলে মুন্নি তার মাকে বিষয়টি বললে সে এ ধরনের কথা কেন বলেছে তা ফারুকের কাছে জানতে চাইলে ফারুক ক্ষিপ্ত হয়ে গোলেজাকে বেধড়ক মারপিট করতে থাকলে তাকে বাঁচানোর জন্য তার বৃদ্ধ মা আজিরণ ও তার মেয়ে মুন্নি এগিয়ে এলে ফারুকের সাথে যোগ হয়ে ফাইমা,সায়ের উদ্দিন, সুলতানা হাতে লাঠি শোঠা, লোহার রড ও দেশীয় অস্ত্র, যেমন রাম দা, চাকু  নিয়ে এসে সবাইকে মারপিট করে রক্তাক্ত জখম করে। আহত অবস্থায় স্থানীয়রা গোলেজা ও তার মেয়ে মুন্নিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ায় প্রেরণ করে। এবিষয়ে গোলেজা বাদী হয়ে ৪ জনের নামে গত ১২/১১/২১ ইং তারিখে সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। ভুক্তভোগীর পরিবার জানায় এ ঘটনার পূর্বেও বিবাদীগণ তাদেরকে মারপিট করেছে এবং মাঝে মধ্যেই মারপিট করে যাতে করে বিবাদীগণ বাদীর বাড়ীঘর জবর দখল করতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে তারা জোর দাবী জানান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন