বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে যুবলীগের সংগ্রাম অব্যহত রয়েছে - বিশ্বাস মুতিউর রহমান | Daily Chandni Bazar বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে যুবলীগের সংগ্রাম অব্যহত রয়েছে - বিশ্বাস মুতিউর রহমান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১ ২০:৫০
বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে যুবলীগের সংগ্রাম অব্যহত রয়েছে - বিশ্বাস মুতিউর রহমান
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় যুবলীগের সমাবেশ
ষ্টাফ রিপোর্টার

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে যুবলীগের সংগ্রাম
অব্যহত রয়েছে - বিশ্বাস মুতিউর রহমান

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের সাতমাথা মুজিবমঞ্চে জেলা যুবলীগের উদ্যোগে সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা।

সমাবেশে প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে যুবলীগের সংগ্রাম অব্যহত রয়েছে এবং তা থাকবে। যে স্বপ্ন নিয়ে প্রখ্যাত সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি যুবলীগের অগ্রযাত্রা শুরু করেছিলেন। সেই পথেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে যুবলীগ কাজ করে যাচ্ছে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নেতৃত্বে দেশ প্রেমিক যুবসমাজ আজ যুবলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছে। তিনি অপরাজনীতি মোকাবেলায় যুবলীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।
জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সম্পাদক সাগর কুমার রায়, যুবলীগের কেন্দ্রিয় সহ-সম্পাদক রাজু আহম্মেদ, কেন্দ্রিয় সদস্য মোবাশ^র হোসেন সরাজ, এড. সাজেদুর রহমান চৌধুরী বিপ্লব, আতিকুর রহমান, আবু হাসান সিদ্দিকী লিমন, নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, শ্রমিকলীগ সভাপতি আব্দুস সালাম, জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সাধারণ সম্পাদক অসীম কুমার রায় প্রমুখ।
অসাম্প্রদায়িক সোনার বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার প্রত্যয়ে যুবসমাজ ঐক্যবদ্ধ হও এই শ্লোগানে সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন