ক্ষেতলালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন | Daily Chandni Bazar ক্ষেতলালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১ ০২:৪৩
ক্ষেতলালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

ক্ষেতলালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

‘ডায়াবেটিস সেবা নিতে আর দেড়ি নয়’ এই শ্লোগানে ক্ষেতলালে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলা চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হক খা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্লা সরকার, প্রধান সমন্বয়ক আজিজুল হক প্রমূখ। 
আলোচনা সভা শেষে অডিটরিয়ামে আয়োজিত ফ্রি ক্যাম্পেইন এর মাধ্যমে  দুই শতাধিক সাধারণ মানুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন