বগুড়া জুট মিলে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি | Daily Chandni Bazar বগুড়া জুট মিলে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১ ০২:৪৭
বগুড়া জুট মিলে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
ষ্টাফ রিপোর্টার

বগুড়া জুট মিলে অগ্নিকান্ডে 
ব্যাপক ক্ষয়ক্ষতি

বগুড়া শহরের সাবগ্রাম আকাশতারার বগুড়া জুট মিল প্রাঃ লি: এ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার মধ্যরাত ৩টার সময় হঠাৎ করে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বগুড়া জুট মিল প্রাঃ লি: সুত্রে জানা যায়, জুট মিলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন রেনু দেবী বিহানী। প্রতিদিনের মত কাজ শেষে জুট মিলের গোডাউন শেড বন্ধ করে দেওয়া হয়। গোডাউনে তখন ৮ থেকে ১০ লাখ টাকা মুল্যের পাট ছিল। এরপর শনিবার দিনগত রাত ৩টার সময় হঠাৎ করে ওই গোডাউন থেকে আগুনের শিখা ও ধোয়া দেখতে পায় নৈশ্যপ্রহরী ও স্থানীয়রা। পরে বগুড়া ফায়ার সার্ভিসে জানানো হলে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিভিয়ে ফেলে। কি ভাবে আগুণের সুত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা।
বগুড়া জুট মিল প্রাঃ লি: এর কর্মকর্তারা বলছেন, গোডাউনে হঠাৎ আগুন লেগে প্রায় ৮০ শতাংশ পাট পুড়ে যায়। এর সাথে বাকিপাটগুলো পানিতে ও আগুনের শিখায় নষ্ট হয়ে গেছে। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন