
বগুড়া শাজাহানপুরের চুপিনগর ইউনিয়নের চকচুপিনগর গ্রামে চলাচলেন রাস্তায় প্রাচীর নির্মান। থানায় অভিযোগ। থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সুত্রে জানাযায় চকচুপিনগর গ্রামের খোরশেদ আলম সহ আরও ১০/১২টি পরিবারের দীর্ঘদিনের চলাচলেন একমাত্র রাস্তাটিতে প্রাচীর নির্মান করে চলাচলেন রাস্তা বন্ধ করে দেয়। এতে করে ঐ পরিবার গুলি বাড়ি থেকে বাহির হওয়া কষ্ট হয়ে পড়েছে। এবিষয় নিয়ে বেশ কয়েক বার ইউনিয়নের চেয়ারম্যান সহ এলাকার গন্যমান্য লোক জন নিয়ে শালিম করে কোন শুরাহ হয়নি। গত১২/১১/২১তারিখে প্রাচীর নির্মান করে রাস্তা বন্ধ করে দেয়। এবিষয়ে খোরশেদ আলম একই এলাকার তছলিম মন্ডলেন পুত্র তারিকুল মন্ডল, আতিকুল মন্ডল ও রাজিবুল ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন