শাজাহানপুরে চলাচলের রাস্তায় প্রাচীর নির্মান অভিযোগ | Daily Chandni Bazar শাজাহানপুরে চলাচলের রাস্তায় প্রাচীর নির্মান অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১ ১৮:০৪
শাজাহানপুরে চলাচলের রাস্তায় প্রাচীর নির্মান অভিযোগ
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

শাজাহানপুরে চলাচলের রাস্তায় প্রাচীর নির্মান অভিযোগ

বগুড়া শাজাহানপুরের চুপিনগর ইউনিয়নের চকচুপিনগর গ্রামে চলাচলেন রাস্তায় প্রাচীর নির্মান। থানায়  অভিযোগ। থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। 
অভিযোগ সুত্রে জানাযায় চকচুপিনগর গ্রামের খোরশেদ আলম সহ আরও ১০/১২টি পরিবারের দীর্ঘদিনের চলাচলেন একমাত্র রাস্তাটিতে প্রাচীর নির্মান করে চলাচলেন রাস্তা বন্ধ করে দেয়। এতে করে ঐ পরিবার গুলি বাড়ি থেকে বাহির হওয়া কষ্ট হয়ে পড়েছে। এবিষয় নিয়ে বেশ কয়েক বার ইউনিয়নের চেয়ারম্যান সহ এলাকার গন্যমান্য লোক জন নিয়ে শালিম করে কোন শুরাহ হয়নি। গত১২/১১/২১তারিখে প্রাচীর নির্মান করে রাস্তা বন্ধ করে দেয়। এবিষয়ে খোরশেদ আলম একই এলাকার তছলিম মন্ডলেন পুত্র তারিকুল মন্ডল, আতিকুল মন্ডল ও রাজিবুল ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন